কারামতে আউলিয়ার এই সেই বোদনা বা লোটা







ফুরফুরা শরিফের ছোট হুজুর( রা:) এর
ছোট্টো এক  কেরামতি ঘটনা  ।।।।

আল্লাহ পাক তাঁর খাস বান্দা দের দ্বারা তিনি কি কুদরত না দেখাতে পারেন,
এক দিন এক অসহায় ব্যাক্তি দরিদ্রতার টানে সুন্দর বনে মধু চাক ভাঙতে যায়,হঠাৎ করে দেখেন একটি বাঘ তাঁর দিকে তেরে আসছে তখন সেই ব্যাক্তি চিৎকার করতে থাকে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও।
তখন হজরত আল্লামা ছোট হুজুর পীর কেবলা রঃ নামাজ পরবেন বলে ওজু করছিলেন,তিনাকে আল্লাহ দেখান ওজুর পানিতে দেখেন তাঁর এক জন মুরিদ কে বাঘে তারা করেছে,
হুজুর পীর কেবলা থাকতে না পেরে আল্লাহু আকবর আল্লাহু আকবর বলে বদনাটি(লোটা) ছুড়ে দিলেন,
বদনাটি আল্লাহর  হুকুমে বাঘের মাথায় গিয়ে লাগে ,
বাঘটি মানুষটিকে ছেড়ে পালায়,
কয়েক দিন বাদ মুরিদটি ফুরফুরা শরীফে আসেন,
দেখেন হজুর কেবলা মসজিদের বারান্দায় বসে আছেন,সালাম দিলেন হুজুর কেবলা জওয়াব দিয়ে বলেন বাবা আমার বোদনা (লোটা )কই ।
তখন মুরিদ বলেন হুজুর কিসের লোটা,
কেন বাবা কয়েক দিন আগে তোমাকে বনের ভিতর
 বাঘে তারা করে ছিলনা?     জি,
বাবা আল্লাহ আমাকে ওযুর পানিতে দেখাতে লাগেন,
বাবা আমি জুলফিক্কার থাকতে না পেরে আমার লোটাটি ছুড়ে দিলাম আল্লাহ হুকুমে বাঘের মাথায় লাগে,বাবা আল্লাহ তোমাকে বাচিয়েছে,
যাও লোটাটি ওখানে আছে নিয়ে এসো,মুরিদটি গিয়ে দেখেন লোটাটি একটি গাছে নলটি গিতে আছে ,মুরিদ লোটাটি এনে হুজুর কেবলার হাতে জমা দিলেন,,,

সেই বোদনাটি( লোটা) আজও ফুরফুরা শরিফে
মউজুদ সংরক্ষীত আছে  ।।
সেই বোদনাটির  pc দেওয়া হল,
বাঘ কে আঘাত করার চিহ্ন আজও লোটার সাইটে আছে।

Comments

Popular posts from this blog

হুসাইন রাদিয়াল্লাহু আনহু'র প্রকৃত হত্যাকারী কে....?

নামধারী আহলে হাদিস বিদাতী ফিরকার ইসলাম বিরোধী ৫০টি ভ্রান্ত মতবাদ

ইসলামী গজল গাওয়া বা শোনা কি জায়েজ?