ইহুদী খৃষ্টান মুসলিম মূর্তি থেকে শিক্ষা গ্রহণ করা
"ইহুদী, খৃষ্টান ও মুসলিম"
নামে পরিচিত এই মূর্তিটি স্পেনের, মাদ্রিদ যাদুঘরে আছে!
একজন ইহুদী পর্যটক, কর্তৃপক্ষকে অভিযোগ করলো মূর্তিটি সম্পর্কে। কর্তৃপক্ষ প্রত্যুত্তরে বললঃ
"আপনিতো উপরে দাঁড়িয়ে আছেন, এরপরও কেন অভিযোগ?"
ইহুদী আবার বললঃ
"হ্যাঁ, আমি সবার উপরে দাঁড়িয়ে আছি সত্য। কিন্তু যখন মুসলিমটি দাঁড়িয়ে যাবে তখন তো উপরের দু'জন পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে যাবে।"
---------------------------------------------------
অপেক্ষা শুধু মুসলমানদের উঠে দাঁড়ানোর...
ইতিহাস সাক্ষী দেয়, মুসলমানরা আবার উঠে
দাঁড়াবে #ইনশাআল্লাহ
Comments
Post a Comment