আমল হতে হবে খালেস ও সঠিকভাবে

হজরত ফুজাইল বিন ঈয়াদ ব:  বলেন: একটা আমল যদি খালেছ হয় কিন্তু সঠিক ভাবে না হয় তাহলে তা কবুল করা হয় না

অনুরূপ যদি সঠিক ভাবে হয় কিন্তু খালেছ না হয় তবুও কবুল করা হয় না ।

আমল কবুল করা হবে যখন আমলটা খালেছ হবে এবং সঠিক হবে ।

খালেছ দ্বারা উদ্দেশ্য হচ্ছে " আল্লাহ্‌র জন্য হওয়া " ।

সঠিক দ্বারা উদ্দেশ্য হচ্ছে " সুন্নাত " অনুযায়ী হওয়া ।

( আল মুকিজা 155 )

جزاكم الله خيرا

Comments

Popular posts from this blog

হুসাইন রাদিয়াল্লাহু আনহু'র প্রকৃত হত্যাকারী কে....?

নামধারী আহলে হাদিস বিদাতী ফিরকার ইসলাম বিরোধী ৫০টি ভ্রান্ত মতবাদ

ইসলামী গজল গাওয়া বা শোনা কি জায়েজ?