উস্তাদ ও সনদসূত্রে সালাফগন ইলম শিখতেন:

উস্তাদ ও সনদসূত্রে সালাফগন ইলম শিখতেন:
.
আব্বাসী খলিফা মু’তাসিম বিল্লাহ ইমাম আহমাদ ইবনে হাম্বল রহ. কে বললেন, আপনি ইবনু আবী দাউদের সাথে কথা বলুন। ইমাম আহমাদ ইবনে হাম্বল রহ. তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। তিনি বললেন, আমি ঐ ব্যক্তির সাথে কিভাবে কথা বলবো, যাকে কখনও কোন আলেমের দরজায় দেখিনি!!!
.
[আল ইলমা', ক্বাযী ইয়ায :২৮; আছ ছিলাহ,ইবনু বাশকুয়াল- ক্বাযী ইয়াযের ছাত্র:১/২৫৫ - উভয়েই নিজ সনদে এ ঘটনা বর্ণনা করেছেন ইবনুল ফারাদ্বী থেকে তিনি ইমাম আহমাদের ছেলে ছলেহ রহঃ  থেকে বর্ণনা করেছেন।]

Comments

Popular posts from this blog

নামধারী আহলে হাদিস বিদাতী ফিরকার ইসলাম বিরোধী ৫০টি ভ্রান্ত মতবাদ

হুসাইন রাদিয়াল্লাহু আনহু'র প্রকৃত হত্যাকারী কে....?

ইসলামী গজল গাওয়া বা শোনা কি জায়েজ?