উম্মতের মামা আমিরে মুয়াবিয়া (রাঃ) এর মর্যাদা
















_______আমিরে মুয়াবিয়া রাযিঃ_______
সাহাবায়ে কেরামের মধ্যে পরম ভাগ্যবান তেরোজন মুসলমান ছিলেন,যাঁদের সৌভাগ্য হয়েছিল কোরআন লেখার দায়িত্ব পালন করার,যাদেরকে বলা হয়  'কাতিবে ওহি' বা ওহি লেখক। এই সিরিয়েলে ছয় নাম্বার নামটি হচ্ছে উম্মতের মামা হযরত মুযাবিয়া রাযিঃ এর।
____(সিয়রু আলামিন লুবানা ৩/১২৩)
.
[ মামা কিন্তু মজা করে বলা হয়নি। রাসূলের স্ত্রীগণ উম্মতের মা। উম্মুল মু'মিনীন হযরত উম্মে হাবিবা'র আপন ভাই ছিলেন হযরত মুয়াবিয়া। তাহলে মা'য়ের ভাই মামা হলেন না?]

তার মানে কোরআনের শুরুতে 'যালিকাল কিতাব'র যালিকা'র মধ্যে ও মুয়াবিয়াকে পাওয়া যায়। সেই মুয়াবিয়াকে নিয়ে তুমি বকওয়াস করো! তুমি মুয়াবিয়ার ব্যাপারে মন্তব্য করো!  তোমার সাহস কত! তুমি কি জানো মুয়াবিয়ার অবস্থান? 
না জানলে জেনে নে.?

১।•••• -যে মুয়াবিয়ার শানে রাসূল সাঃ বলেছেন,
" হে আল্লাহ, মুয়াবিয়াকে কোরআন এবং হিসাবে পারদর্শিতা দাও। আর  তাকে আযাব থেকে দূরে রেখো " (সিয়রু আলামিন লুবানা -৩/১২৪)
.
২।••••-যে মুয়াবিয়ার জন্য রাসূল সাঃ দোয়া করেছেন,
" হে আল্লাহ্‌, মুয়াবিয়াকে হেদায়াতকারী বানাও, হিদায়াতপ্রাপ্তও। ( সুনানে তিরকিযি হাদিস নাম্বার-৪০৯৫)
.
৩।•••• -আমিরে মুয়াবিয়া সেই মুসলামান, যার যুগে সর্বপ্রথম মসজিসসমূহে মিনার তৈরি করা হয়েছিল এবং যিনি সর্বপ্রথম মসজিদে নববীতে মিম্বর তৈরি করিয়েছিলেন। 
.
৪।•••• -যে মুয়াবিয়া লাগাতার উনিশ বছর ইসলামী খেলাফতের দায়িত্ব সাফল্যের সাথে পালন করেছিলেন ।
.
৫।•••• -যে মুয়াবিয়ার হাত কে আল্লাহ্‌ 'উজ্জ্বল হাত' বলেছেন। কোরআন বলছে,
বি-আইদী সাফারাহ।(সূরা আবাসা-১৫)
.
৬।•••• -যে মুয়াবিয়াকে আল্লাহ বলেছেন,'সারা দুনিয়ার মধ্যে মর্যাদাবান'। কোরআনের ভাষায়, 'কিরামিম বারারাহ.....'(সূরা আবাসা-১৬)
.
তারপর ও বিয়াদবদের শিক্ষা হবে না।সমালোচনা করেই যাবে।……… বিয়াদবির তো একটা সীমা থাকা দরকার।

♥♥ কালাম...কোরআন...কিতাব•♥♥
→→কোরআনের ৩টি পরিভাষাও জেনে রাখি।
১।•• কোরআনের নিসবত যখন আল্লাহ্‌ দিকে হয়, অর্থাৎ কোরআন যখন আল্লাহ্‌ সাথে সম্পৃক্ত হয়,তখন সেটা হয় কালামুল্লাহ।
২।•• কোরআন যখন রাসূলের সাথে সম্পৃক্ত হয়,তখন নাম হয় কোরআন।।
৩।•• আর কোরআন যখন মুয়াবিয়াদের (১৩জন) দিকে সম্পৃক্ত হয়, কেবল তখনই  সেটা হয় কিতাবুল্লাহ বা আল্লাহ্‌র কিতাব।

এখন হলো আসল কথা, যেখানে আল্লাহ্‌ পাক সকল সাহাবায়ে কেরামের জন্য গণ-সন্তোষ্টীর ঘোষণা দিয়েছেন, 'রাযিয়াল্লাহু আনহুম' বলে, জান্নাতের ঘোষণা দিয়েছেন,' কুল্লাউ ওয়াদাল্লাহুল হুসনা ' বলে তারপর তুমি.. কটাই মিয়া আর মজর আলি কোন সাহসে তাদের সামালোচনা করো? 

যারা বুঝে হোক আর না বুঝে,  সাহাবায়ে কেরামের সমালোচনা করে,আল্লাহ্‌পাক তাদেরকে হিদায়াত দান করুন।আর কপালে যদি হিদায়াত না থাকে, তাহলে যা করা উচিত, তাই করুন।
✓••••••আমিন ••••••

Comments

Popular posts from this blog

হুসাইন রাদিয়াল্লাহু আনহু'র প্রকৃত হত্যাকারী কে....?

ইসলামী গজল গাওয়া বা শোনা কি জায়েজ?

নামধারী আহলে হাদিস বিদাতী ফিরকার ইসলাম বিরোধী ৫০টি ভ্রান্ত মতবাদ