যারা সাহাবা তাবেয়ী তাবে-তাবেয়ীর অনুসরন না করে বর্তমান যুগের মুর্খ দাজ্জাল শায়েখদের অনুসরন করে তারা কি এই হাদিস পড়েনি❓
সাহাবী ইমরান ইবনে হুসাইন (রা.) থেকে
বর্ণিত একটি সুপ্রসিদ্ধ হাদীসে মহানবী (সা.)
ইরশাদ করেন-” আমার সর্বশ্রেষ্ঠ উম্মত,
আমার যুগের উম্মত। (অর্থাৎ সাহাবাগণ
সর্বশ্রেষ্ঠ উম্মত) অতঃপর শ্রেষ্ঠ উম্মত
তাঁরা , যারা সাহাবাদের সঙ্গে সংশ্লিষ্ট হবে
(অর্থাৎ তাবেয়ীগণ) অতঃপর শ্রেষ্ঠ উম্মত
তাঁরা , যারা ২য় যুগের উম্মত। তথা
তাবেয়ীগণের সঙ্গে সংশ্লিষ্ট হবে,
(অর্থাৎ তাবে তাবেয়ীনগণ) অতঃপর এমন
জনগোষ্ঠির আগমন ঘটবে যারা সাক্ষ্য দিলে
তা গ্রহণ করার উপযুক্ত হবে না, আমাদের জন্য
বিশ্বস্ত হবেনা, অঙ্গীকার রক্ষা করবে না,
এক কথায় তাদের মধ্যে কেবল অসৎ ও
অসঙ্গতিপূর্ণ আচরণই বহিঃপ্রকাশ ঘটতে
থাকবে”। { বুখারী শরীফ ফাজায়েলে সাহাবা-
হা.৩৬৫০ বিস্তারিত ব্যাখ্যা দেখুন ফাতহুল বারী
পৃ.৭/৬ }
Comments
Post a Comment